Search This Blog

Sunday, February 21, 2021

চা না কফি?

 আজ বৃষ্টি ভেজা বেলায় যেন আলাদা একটা অনুভূতি হাত নাড়া দিয়ে গেল। বেরিয়েছিলাম কাঁদা জল এর মধ্যেই একটু কফি খাবো বলে। বাড়ির সামনে ক্যাফেতে খুব ভিড় দেখে ভাবলাম কি করা যায়।

হটাৎ একটা গানের সুর ভেসে এলো কানে। দেখি একটা পুরোনো রেডিও বাজছে একটা ঘুপচি ছাউনি তে। হটাৎ দেখলে চোখে নাও পড়তে পারে ছাউনিটা। একটা ছোট্ট চায়ের দোকান। সামনে বিস্কুট এর কাছের কৌটো সাজানো, তার উপরে রাখা বান পাউরুটির সারি। স্টোভ এ বসানো ডেচকিতে ফুটছে গরম চা। আর তার ধোয়া দেখা যাচ্ছে ছাউনির বাইরে। একটা লোক সেন্ড গেঞ্জি পরা, গুনগুন করে সুর ভাজছে আর চা তে মাঝে মাঝে নারা দিচ্ছে। সামনের গাছের তলার ফাঁকা বসার জায়গা। এগিয়ে গেলাম সেদিকে। চেনা সুরটা আরো স্পষ্ট হয়ে উঠলো। আমায় দেখে সে ভাঁড় এগিয়ে দিলো।

জিগেস করলাম কত। বললো পাঁচ টাকা। খুচরো পয়সা বের করতে গিয়ে বয়াম এর বিস্কুট দেখে ছোটবেলার কথা মনে পরে গেল। একটা

চাইলাম। সেই পাঁচ টাকা। একটা নোট বার করে চা হাতে বসলাম। দূরে কফির দোকানে এখনো ভিড়। তবে আজ মনে হলো ওই দুশো টাকার এক পেয়ালা কফির থেকে এই ভাঁড়ের চায়ের মূল্য অনেক বেশি।

তুমি আমার জীবনে সেই ভারের চা-টার মতন। বৃষ্টির দিন আর শীতের বেলায় স্নিগ্ধ উষ্ণ ছোয়া। একটুতে যেন মন ভরেনা। আজকাল জানো চা দেখলেই তোমার কথা মনে পরে। তোমার হাতের বানানো চা খেতে ইচ্ছা করে। কে জানে আমার বানানো চা তোমার কেমন লাগবে। মনে হয় কোনোদিন হয়তো ওরকম একটা ছাউনিতে বসে তুমি আর আমি ভাঁড় এর চায়ের মাঝে চোখে চোখ রেখে ছিনিয়ে নেব কিছু ফিরে না আশা মুহূর্ত। ওই চা এর মতো আমাদের ভালোবাসার সুগন্ধে ভেজা মনটা আবার জেগে উঠবে। জীবনের ছোট ছোট ফেলে আশা আনন্দ গুলো ফিরে পাবো আমরা। একে ওপরের হাত ধরে।

© Suranya

Sunday, February 14, 2021

A Love Song

 In between the lyrics of my favourite song 

And the music that plays along. 

Just when the night meets the day. 

My emotions take me to places. 

In the streets of Love I roam. 

Looking for you in faces unknown 

Beyond the ruined arches and domes 

For a place to call home.

Perplexed, I turn to the pole star thus 

Wondering if on a night so dark 

It could probably guide me through, 

I didn't know why it led me to you: 

At dawn among the sunflower blooms 

Where our worlds synced in a tune. 

As I stared at you from a distance, 

Scared, I turned to what I knew best, 

Thoughts unfiltered in ink, heart restless.

~ Suranya



Thursday, February 4, 2021

Chattrasal's Promise

 In the darkest room of the brightest palace

Sat a princess in turmoil, 

Her mind in distress 

Questions unanswered 

She lets her thoughts float in the night sky.

"I often wonder if you forgot me 

Every time you go back home 

Every time you see your kin.

Little by little, you perhaps realise

How different I am from you.

How different our lives are 

No matter how closely entwined.

I cry myself to sleep 

Ready to give up on our dreams, 

I move an inch closer to God 

A mile away from you 

And light years nearer to Love."


Far beyond the valleys and plains, 

Miles away from her sight, 

In a palace above a plain 

Stood a man in sight.

The walls around him shone bright blue, 

Pictures painted on the walls, 

Some of him, some of kins 

Others of stories heard and seen.

Could he ever forget her?

The smiling eyes he had seen?

His fingers lingered on the farthest pillar, 

Upon a painting hidden on the beam.

There she was, like he'd imagined. 

And the artists must have seen; 

There she was in a corner of his room 

And in his heart in entirety.

Could the distance demean such yearning? 

Could society stop such love? 

Could their souls stay separated long, 

In such worldly affairs? 


Decades later, her frail body awaited 

Whispering to the wind, "The time has come", 

There she saw him in the brightest star 

Smiling down, telling her to surrender 

Her long, tiring battle was now over.

He gave her his hand, 

Slipped her away into oblivion, 

With his soul to the Taj 

There in the moonlight 

The cupids witnessed 

The epitome of Love.

~ Suranya