Ma Elo Bari

আজ মেঘের সাথে বৃষ্টির আড়ি; 

সিংহ চেপে উমা এল বাড়ি। 

আজ সবাই মিলে আনন্দে মাতার উৎসব, 

ধর্ম বর্ণ আজ তুলে রেখে মুছে ফেল বাস্তব; 

আজ ঢাকের আওয়াজ আর শিউলির গন্ধ, 

মনে ফোটে অফুরন্ত আনন্দ। 

নতুন জামা ভাল খাওয়ার পালা, 

ডায়েট ছেড়ে দাও, এ কি বেকার জ্বালা! 

আলোক পথ আজ শহরের রাস্তায় হৃদস্পন্দন, 

শহরের আজ ঢাকের তালে নাচে মন। 

আজ নীল আকাশে ভাসছে দেখ তুলো, 

ঘরেতে আজ দুগ্গা বুঝি এল।

~ Suranya

Comments