Tilottoma

 আমার শহর গ্রীষ্মের দুপুর। রোদ আর কালবৈশাখী।

আমার শহর মেঘলা আকাশ, জলের মাঝে নৌকা ভাসি।

আমার শহর শীতের উষ্ণ চায়ের কাপে চুমুক লাগি।

আমার শহর ঢাক আর গান, আলো, পুজো, প্যান্ডেলে।

আমার শহর ঐতিহ্য জোড়াসাঁকো ও রাজবাড়ী।

আমার শহর প্রেমের কবি, ভিক্টোরিয়া ও ময়দানের ভিড়।

শহর আমার সরোবরের, নিউ মার্কেটের দোকানের হাঁকের।

আলোর শহর, আশার শহর শহর আমার ইতিহাসের।

জাদুঘরের ঘরগুলো যে রোজ সবার মন কারে।

শহর আমার ট্রাম এর সফর, শহর আমার খাদ্য রসিক।

শহর এ যে তোমার আমার সিনেমা ও আর্ট জানে; 

সবার মনে দাগ কাটে আড্ডা, হাসি তর্কে মেতে।

শহর আমার তিলোত্তমা তোমায় আমি ভালোবাসি।

শহর আমার হাতছানি দেয় হাওড়া ব্রিজে গঙ্গা ঘাটে।

যতই দূরে যাও না চলে শহর থেকে স্বপ্নপুরে 

মনটানা এক চেনা সুরে শহর ডাকে পিছুটানে।

~ Suranya



Comments