মনখারাপ এর রাতে তুমি চাঁদের আলোর স্পর্শ।
খুশির দিনের হাসি, আমার প্রার্থনার উৎস।
আমার সব টুকু স্বপ্ন আর ভালোবাসা দিয়ে
গড়া একটা কল্পনার রূপ তুমি।
তবে আমার সবচেয়ে বড় বাস্তব ও বটে।
আমার না বলা কথার ভাষা তুমি।
আমার সব আঘাতের মলম।
আমার ফিরে চাওয়ার কারণ।
কল্পনাটা এতটাই সুন্দর একটা জগৎ,
তাতে ভাষার দরকার হয়না।
তাও আমার বাংলার এই পংক্তি
আজ প্রথমবার তোমার জন্য রাখলাম।
~ সুরণ্যা