Ut-Sab

 দুর্গা মানে মাটির মূর্তি?

দুর্গা আমার রক্ত মাংসের শক্তি।

দুর্গা মানে আলোকসজ্জা?

পাড়ায় উৎসবে মাতোয়ারা?

দুর্গা আমার মশাল হাতে

মিছিলের ভিড়ে স্লোগান তোলা।

দুর্গা কি আজ সুরক্ষিত পথেঘাটে এই শহরে?

উৎসবেতে শবের শোকে দুর্গা কাঁদে অন্তরে।

© Suranya



Comments