কখনো কখনো ইচ্ছা হয় হারিয়ে যাই। মনের মধ্যে যে জগৎ আছে, সেখানে। তাতে যে অনুভূতি আছে, তুমি আছো, তোমার স্মৃতি আর নাম আছে, অন্ধকার এই পৃথিবীকে নাই বা বললাম তার গল্প কথা। ওই পাহাড়, ওই সমুদ্র হাতছানি দিয়ে ডাকে। তোমার ইচ্ছা করেনা এমন একদিন হঠাৎ সব ফেলে পালাতে? আমার হাতে হাত রেখে আমার অন্তঃমন দিয়ে একবার এই পৃথিবী তাকে দেখতে? সূর্যমুখীর রং, উচ্যাপলিপ্টাস এর বন, সমুদ্র তৎ, সূর্যাস্ত কিংবা দূরে কোনো দুর্গের চুড়োতে দাঁড়িয়ে জীবনের কল্পনা করতে? কত বড় এই পৃথিবী। কত ছোট আমাদের গল্প। কোনোদিন কোন কালে লিপ্ত হয় যাবে স্মৃতির পাতায়, তবু বেঁচে থাকবো আমরা, অন্য কোনো গল্প হয়ে।
© Suranya
Comments
Post a Comment