Search This Blog

Friday, April 15, 2022

স্বপ্ন

 তখন অনেক রাত, সকাল অনেক দূরে।

স্বপ্ন হঠাৎ হাতছানি দেয় অজানা এক দিশে।

অচেনা সুর কানে বাজে, 

তবু কি সত্যিই জানা না? 

পথ যে ছিল বড়োই কঠিন সে পথ চলা মানা।

ফিরে তাকাই অবাক আমি, স্বপন পানে চেয়ে।

স্বপ্ন যে আমার পিছে আসছে যেন ধেয়ে।

অবাক হয়ে ভাবি আমি ক্লান্ত দিশাহারা,

স্বপ্ন ও কি খোঁজে তাদের, স্বপ্ন খোঁজে যারা?"

© Suranya